নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বিশাল ঘাটতি পূরণে সরকারকে বিদেশেও হাত পাততে হবে এবার বেশি। ঘাটতি পূরণে এবার ৮০ হাজার ১৭ কোটি টাকা বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২৭ হাজার ৩০৮ কোটি টাকা বেশি। চলতি বাজেটে (সংশোধিত) এই লক্ষ্য ছিল ৫২ হাজার ৭০৯ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশের সময় এই লক্ষ্যের কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬০ হাজার ৫৮০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে ৮৪ হাজার ৮০০ কোটি টাকা।
বাজেট ঘাটতি পূরণে প্রতিবছরই দুভাবে ঋণ নিয়ে থাকে সরকার। এর একটি হচ্ছে বৈদেশিক সহায়তা, অন্যটি অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যাংক ও সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নেওয়া হয়। নতুন অর্থবছরে (২০২০-২১) বিদেশি উৎস থেকে ৮০ হাজার ১৭ কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করা হবে।