সোহানুর রহমান সোহাগঃ দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী সজীব প্রভাষক হিসেবে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে যোগ দিতে যাচ্ছেন আগামী ১৬ ই মার্চ ২০২৩। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ১৯৬২ সালের ৮ মে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষে কবির নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।স্বপ্নীল বলেন, যে কোন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ আমাকে আনন্দিত করে, আমি চাই নতুন প্রজন্ম আমাদের রবীন্দ্রনাথ কে জানবে, বুঝবে, ধারণ করবে। রবীন্দ্রসাধক হিসেবে আমার জন্য পরম পাওয়া এমন একটি জায়গা থেকে আমন্ত্রণ পাওয়া, অতিথি প্রভাষক হিসেবে আমার বিষয় হলো, রবীন্দ্রনাথ ও সমাজ চেতনা।
জমিদারি পরিচালনার কাজে তিনি এসেছিলেন পূর্ববঙ্গে। মাটি ও মানুষের খুব কাছাকাছি এসে তিনি সমাজের নানা অসঙ্গতি ও সাধারণ মানুষের অসহায়ত্ব ও দুর্দশা হƒদয় দিয়ে অনুভব করার সুযোগ পান। প্রজাদের অভাব ও দুঃখ দূর করার জন্য নানা প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জীবনঘন সামাজিক সংস্কারে তিনি হাত দেন। শিলাইদহ ও পতিসরে কৃষি উন্নয়ন, কুটির শিল্পের প্রসার, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, পূর্তকর্ম, স্বাস্থ্যসেবা, সালিশ বিচারসহ অসংখ্য উন্নয়নমূলক কাজে নিজের উদ্ভাবনীমূলক চিন্তা ও অর্থের সম্মিলন ঘটান। পরবর্তীতে শান্তিনিকেতনে গঠিত ‘শান্তিনিকেতন বিশ্বভারতী সমিতি’, শিলাইদহে ‘পল্লী সমিতি’, পতিসরে ‘লোকসভা’, ‘মণ্ডলী’, ও ‘হিতৈষীসভা’সহ বিভিন্ন সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেন। এই বিষয়গুলোই তুলে ধরতে চাই।
স্বপ্নীল সজীব নতুন নতুন ভাবে রবীন্দ্রসংগীত মানুষের কাছে তুলে ধরেছেন এবং সমাদৃত হয়েছেন। তার সাথে রবীন্দ্রনাথের গান করেছেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, শ্রাবণী সেন, জয়তি চক্রবর্তী, ইমন চক্রবর্তীসহ অনেকেই।