বিনোদন প্রতিবেদক: তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা হানিফ পালোয়ান। গত কয়েক বছরে অনবদ্য অভিনয় দিয়ে নাট্যাঙ্গনে আলোচনায় এসেছেন তিনি। বছরজুড়েই গল্পনির্ভর নাটকে তার দেখা মেলে। নাটক অঙ্গনে মজার মজার কমেডি চরিত্রে দেখা মেলে তার। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৫ টিরও বেশি নাটকে কাজ করেছেন হানিফ। তার মধ্যে হাসিব হোসেইন রাখি’র “ফানিমুন” “মিস্টার নার্স” “ওয়েলকাম ডক্টর”, সকাল আহমেদ’র “সাদা সাদা কালা কালা”, মাইদুল রাকিব’র “একডজন গার্লফ্রেন্ড” “ঘুডু”, জাকারিয়া সৌখিন’র “পথে হলো পরিচয়”, সাগর জাহান’র “হুলুস্থুল”, মেহেদী রনি’র “এখানে নোঙর” “প্রেমিক ম্যাঁও”, জিয়াউর রহমান জিয়া’র “লুটেরা” “রং প্লেস রং টাইম”, নিকুল কুমার মন্ডল’র “বংশ পরিচয়”, বাবু সিদ্দিকী’র “ঘটক করপোরেশন”, আদিত্য জনি’র “জোকার” সহ আরো বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। সবগুলো নাটকই এবার দেশের টিভি চ্যানেল সহ ইউটিউবে পাওয়া যাবে।
নাটকগুলো প্রসঙ্গে হানিফ পালোয়ান বলেন, বরাবরের মতো এই ইদেও আমার বেশ কিছু নাটক, টেলিফিল্ম, ওয়েব ফিল্ম, বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সব মিলিয়ে ২৫ টিরও বেশি নাটকে এবার ঈদে আমাকে দেখা যাবে। এটা সত্যিই আমার জন্য খুব খুবই আনন্দের বিষয়। সেই সাথে দর্শকদেরও। আমি দর্শকদের বন্ধু। দর্শক আমাকে অনেক ভালোবাসেন, তার প্রমাণ আমি বহুবার পেয়েছি। সকলের কাছে অনুরোধ আমার অভিনীত নাটক দেখবেন এবং বাংলা নাটকের সাথে থাকবেন। প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে ভিন্নতা রয়েছে। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দর্শক নতুনত্ব খুঁজে পাবে। এই ঈদ আনন্দময় করতে অসংখ্য নাটক উপহার দিচ্ছি দর্শকদের। আশা করি এই ঈদে দর্শকরা ভরপুর বিনোদন পাবে।