জেলা প্রতিনিধি,পটুয়াখালী : পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতি করার জন্য ওত পেতে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের দলটি ১৭/০৬/২০২০ তারিখ রাত্রি আনুমানিক ০২.৫০ ঘটিকায় মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে উপস্থিত হলে কিছু লোক একটি থেমে থাকা ট্রাকের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা কালে ০৩ (তিন) জন ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হল ১.মোঃ ইয়াকুব মৃধা (৪০), পিতা: আঃ ছাত্তার মৃধা, সাং: ছৈলাবুনিয়া (আমখোলা ইউপি), থানা: গলাচিপা, জেলা: পটুয়াখালী ২.মোঃ রুহুল আমিন (৪২), পিতা: মোহাম্মদ বয়াতী, সাং: পূর্বচিলা (হলদিয়া ইউপি), থানা: আমতলি, জেলা: বরগুনা ৩.মোঃ অসীম ওয়াসিম মোল্লা (৪৫), পিতা: আলম মোল্লা, সাং: বাঁশবুনিয়া (আমখোলা ইউপি), থানা: গলাচিপা, জেলা: পটুয়াখালী।
তাদের কাছ থেকে ট্রাক ০১ টি (ডাকাতির কাজে ব্যবহৃত), ছোরা ০১টি, চাপাতি ০২ টি, রামদা ০১ টি, দেশী দা ০১ টি, তালা কাটার যন্ত্র ০১ টি, স্লাইস রেঞ্জ ০১ টি
উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। সম্প্রতি ১৫/৬/২০২০ তারিখে খুলনা শহরে একটি দোকানে রাতের আধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি’র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট ০৭ টি চুরি/ডাকাতি মামলা রয়েছে যা বর্তমানে বিচারাধীন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।