দৈনিক প্রত্যয় ডেস্কঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফী বিন মুর্তজা কোথায় চিকিৎসা নেবেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। মাশরাফীর বন্ধু সৌমেন চন্দ্র বসু সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মাশরাফীর করোনা শনাক্ত হওয়ার খবর শুক্রবার (২০ জুন) নিশ্চিত করে সৌমেন জানান, কয়েদনি ধরে মাশরাফী কিছুটা জ্বরে ভুগছিলেন। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
তিনি বলেন, মাশরাফীকে কোথায় চিকিৎসা দেয়া হবে তা এখনো নিশ্চিত নয়। এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি মাশরাফী চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে কিনা। করোনা পজিটিভ হবার খবর পাওয়ার পর মানসিকভাবে বেশ শক্ত আছেন বলেও তিনি জানান।
মাশরাফীর অপর বন্ধু বাবুল সময় নিউজকে জানান, করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দেয়ার পর শুক্রবার বিকেলে মাশরাফীর মোবাইল ফোনে এসএমএস আসে। বিকেল তিনটায় আসা এসএমএস-এ তার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানানো হয়।
বাবুল বলেন, মাশরাফী আক্রান্ত হলে বর্তমানে পরিবারের সদস্যরা ভালো আছে। মাশরাফী বর্তমানে বাড়িতে হোমে আইসোলেশনে আছেন। শুক্রবার ১০১ জ্বর থাকলেও আজ শরীরের তাপমাত্রা ৯৯ এ নেমে এসেছে। তবে, হালকা ঠান্ডাও রয়েছে মাশরাফীর।
এ ব্যাপারে মাশরাফীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তার বন্ধু বাবলুর জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।
এর আগে মাশরাফী শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হয়েছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।
ডিপিআর/ জাহিরুল মিলন