বিনোদন প্রতিবেদক: নতুন গান নিয়ে হাজির হয়েছে এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। গানটির শিরোনাম ‘জর্দা ছাড়া পান’। এসএ বিপুলের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন অনিক সাহান। বিন হাই মিউজিক স্টেশনের ব্যানারে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানটি মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা পাচ্ছে গানটি।
নাজমুল ইভানের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা নিজেই। তার বিপরীতে মডেল হিসেবে রয়েছেন সাজ্জাদ চৌধুরী।
নতুন গান নিয়ে কণ্ঠশিল্পী সাবরিনা সাবা বলেন, গানটি কথা ও সুর অসাধারন। গানটি শুনেই আমার পছন্দ হয়েছিল।দর্শকরা মিউজিক ভিডিওটি দেখেছে এবং প্রশংসা করেছে। মূলত আমি গান করি শ্রোতাদের জন্য শ্রোতারা যখন প্রশংসা করেন সেটা অসম্ভব ভালো লাগে।
উল্লেখ্য, নতুন আরও কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সাবরিনা সাবা। এ গানগুলোও খুব শিগগিরই নির্দিষ্ট সময় পরপর প্রকাশ হবে বলে জানালেন এ গায়িকা।