দৈনিক প্রত্যয় ডেস্কঃ যশোরে এহসানুল হক ইমু (৩৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ বলতে পারেনি। নিহত ইমুর বাড়ি যশোর উপশহর বি-ব্লক জামে মসজিদের পাশে।
তিনি পুরনো বাড়িঘর ভেঙে মালামাল বিক্রির ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, এহসানুল হক ইমু উপশহর শিশু হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় দুটি মোটরসাইকেলে তিন-চার যুবক এসে তার বুক, হাত ও পায়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জিন্নাতুননেসা মিতু জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা ইকবাল হোসেন ইকু বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমার জানা নেই। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে- তা তিনি জানেন না বলে জানান।
এদিকে, হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী, কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী জানান, ঘটনা শুনে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। কারা , কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা জানতে এবং ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
ডিপিআর/ জাহিরুল মিলন