বিনোদন প্রতিবেদক: গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল “এপি হাউস সুপার মডেল অব দ্যা ইয়ার” ফাইনাল রাউন্ড। এই প্রতিযোগিতায় বিউটি প্রেজেন্ট এ অংশগ্রহণ করে ফাস্ট রানার -আপ ও ‘বেস্ট পপুলার মডেল’ এপি হাউজ সুপার মডেল অব দ্যা ইয়ার সিজন ৩ হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় ও অভিনেত্রী মডেল রিতু দত্ত। বিচারক প্যানেলে ছিলেন পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না ও আপেল মাহমুদ।
রিতু দত্ত মডেলিং এর পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্র,টিভিসি, ওভিসি,ওয়েবফিল্ম এ নিয়মিত কাজ করছেন।শুরুটা ফ্যাশন ব্যান্ড বিশ্বরঙের দাদা ও দিদি র্যাম্প শো থেকেই শুরু তারপর থেকেই মিডিয়ায় পরিচিত মুখ রিতু দত্ত। ইতিমধ্যেই বড় পর্দায় ও কাজ করেছেন। এবার ডাক পেয়েছেন নতুন চলচ্চিত্রের চলচ্চিত্রের জন্য।
ফাস্ট-আপ রিতু দত্ত বলেন, এই প্রতিযোগিতায় আমি ফাস্ট রানার-আপ হয়েছি।প্রতিযোগিতাটার শুরু থেকেই আমি ছিলাম। নিজের সেরাটা দিয়ে কাজ করেছি। শেষ পযর্ন্ত আমি ফাস্ট রানার-আপ হয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের এই অনুভূতি প্রকাশ করতে পারব না। তবে আমি অনেক খুশী। তিনমাসের একটা জার্নি ছিল সবার সঙ্গেই একসঙ্গে কাজ করেছি।ভালো সময় কেটেছে যা পরবর্তী কাজের সময় আরও অনুপ্ররেণা যোগাবে।
রিতু দত্ত বলেন, আমার ছোট বেলা থেকেই নাঁচ,গান,কবিতার প্রতি আগ্রহ। পারিবারিক ভাবেই শিখেছি। আমার মাসিমণি শ্রিপা দাস শিখা ও আঙ্কেল সুশীল চন্দ্র দাস এর অনুপ্ররেণা ও পরিবারের অন্যদের অনুপ্ররেণায় আমি আজ এখানে। নিজেকে আরও তৈরি করছি আগামীতে আরও ভালো ভালো ভালো কাজ করব।