তুরস্ককে সামরিক জোট ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েন এরদোগানের ইসরায়েলে হামলা চালানোর হুমকির তীব্র নিন্দা জানিয়ে এই আহ্বান জানান কাৎজ। তিরি বলেন, এরদোগানের বক্তব্য ইসরায়েলের জন্য যেমন অপমানজনক, তেমনি বিপজ্জনকও। আঙ্কারার এমন আচরণের নিন্দা জানাতে; ন্যাটো জোটভূক্ত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
‘প্রয়োজনে’ ইসরায়েলে হামলার হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের
শনিবার তুরস্কে ক্ষমতাসীন একেপি’র সাথে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান। সেসময়ই যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে প্রয়োজনে তেলআবিবে হামলা চালাবে আঙ্কারা- এমন হুঁশিয়ারি দেন তিনি। মনে করিয়ে দেন লিবিয়া ও নাগোরনো কারবাখে প্রবেশের কথাও।