নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বনানীতে বকেয়া বেতন ও ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (২৪ জুন) দুপুরে বনানীর অ্যাপারেল নামক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে তাদের বকেয়া পাওনার দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখেন।
শ্রমিকরা অভিযোগ করেন, সমপরিমাণ কাজ করা সত্ত্বেও আগের চেয়ে অর্ধেক বেতন দিচ্ছে মালিকপক্ষ। এছাড়া, ওভারটাইমসহ তাদের বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশ গাড়িতে করে কাউকে তুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর শ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছু শ্রমিকরা পুলিশের গাড়ির পেছন পেছন দৌঁড়ে বনানী থানার সামনে গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর শ্রমিকরা থানার সামনে থেকে চলে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, বিক্ষোভরত শ্রমিকরা তাদের এক কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কিছু শ্রমিকরা থানার সামনে এলেও পরে চলে যায়।