আবু হুরায়রা রাসেল যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুর উপজেলার শ্রীরামপুর দাসপাড়ায়, সরকারের দেওয়া ডিপটিউবওয়েলে পানি আনাকে কেন্দ্র করে। নেমাই দাসের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় হামলা, কার্তিক দাসের স্ত্রী ষষ্ঠী রানী দাস(৩৫),মেয়ে রাজ রানী দাস(১৬),কে মারপিট করে গুরুতর আহত করে। রবিবার বিকেল পাঁচটায়, ষষ্ঠী দাস হামলায় নেতৃত্ব দানকারী নিমাই দাস, এর বাড়ির পাশে পানি আনতে গেলে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে প্রতিবাদ করলে, সন্ত্রাসী দাসপাড়ার ত্রাস সৃষ্টিকারী নরেন দাসের পুত্র নিমাই, রবিন, নরেন,রুপালী, একত্রিত হয়ে ষষ্ঠী রানির উপর চড়াও হয়ে, বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে, তার মাথায় আঘাত করে। কার্তিকের স্কুল পড়ুয়া মেয়ে রাজরানী, ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। গুরুতর আহত অবস্থায়, এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।