রাঙ্গামাটি সংবাদদাতা:আয়তনের দিক দিয়ে দেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটিতে অবশেষে পিসিআর ল্যাব স্থাপিত হতে যাচ্ছে। এই ল্যাবটি নিজস্ব অর্থায়নে স্থাপন করে দিচ্ছে দেশের সর্ববৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
এই ল্যাবটি দ্রুত সময়ের মধ্যে স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে। এই ল্যাবটি স্থাপিত হলে এই জেলার ১০ উপজেলার সব শ্রেণীপেশার মানুষ এর সুবিধা পাবে।
এই বিষয়ে জানতে গতকাল শনিবার (২৭ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডাঃ মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি ল্যাব স্থাপনের সত্যতা নিশ্চিত করেন। ডাঃ মোস্তফা কামাল বলেন, আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পাওয়ার সাথে সাথেই দ্রুত সময়ের মধ্যে যন্ত্রপাতি কিনে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।
দেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারী অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা ৬ লক্ষ ২০ হাজার ২১৪ জন। এখানে মেডিকেল কলেজ থাকলেও মহামারী করোনাকালীন সংকটে এতদিন পিসিআর ল্যাব এবং আইসিইউ না থাকায় এখানকার জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব সুযোগ সুবিধা না থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ফলে ফলাফল আসতে আসতেই ৫-৭ দিন লেগে যায়। এই ল্যাব স্থাপিত হলেই রাঙ্গামাটিবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
গত ২৬ শে জুন সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা ও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান সংক্রান্ত সমন্বয় সভার অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরীর উপস্থিতিতে ৬৯ লাখ টাকার চেক রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে তুলে দেয়া হয়।
এদিকে পিসিআর ল্যাব পেয়ে রাঙ্গামাটিবাসীর মুখে এসেছে স্বস্তির হাসি।তাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বসুন্ধুরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।