বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
ওয়েব ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) বিকেল থেকে প্রশাসনিক ভবন-১ এর সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে শাকসু নির্বাচনের দাবি জানান। তারা বলেন, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘প্রশাসন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর’, ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘নির্বাচন কমিশন গঠন করো – করতে হবে’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান – এক হও এক হও’।
অবস্থানের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিজ কার্যালয়ে আলোচনায় বসার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, যে প্রশাসন পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করতে পারে না, তারা কীভাবে প্রশাসনের দায়িত্বে থাকতে পারে? আপনারা প্রশাসনের দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন।
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, গত এক বছর ধরে আমরা শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও অনিশ্চয়তা কাটেনি। আমরা শাকসুর রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে সরব না।
এর আগে, গত ১৯ অক্টোবর শিক্ষার্থীরা শাকসুর রোডম্যাপ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি থেকে তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। সেই সময়সীমা পার হওয়ায় আজ অবস্থান কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা।