নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ বেশি থাকা পুরান ঢাকার ওয়ারীর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলো লকডাউন করা হচ্ছে আগামী শনিবার। ওইদিন সকাল ৬টা থেকে টানা ২১ দিন এই অবস্থা কার্যকর থাকবে। মঙ্গলবার বিকেলে এক সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এতথ্য জানান।
তিনি বলেন, আগামী ৪ জুলাই শনিবার থেকে শুরু ২৫ জুলাই ২১ দিন আমরা এই লকডাউনটি বাস্তবায়ন করব। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওয়ারীর যেসব এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন এবং লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র্যানকিন রোড এবং নওয়াব রোড।
ঢাকার পূর্ব রাজাবাজারের পর দ্বিতীয় এলাকা হিসেবে ওয়ারীর ওইসব এলাকা লকডাউন করা হচ্ছে। কোভিড -১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা শেষে মেয়র তাপস জানান, লকডাউনের সময় ওয়ারীর দুটি সড়ক ছাড়া বাকি সড়কের মুখ বন্ধ থাকবে।
তিনি জানান, দুটি সড়ক ছাড়া বাকি সড়কের মুখগুলো আমরা বন্ধ থাকবে। সার্বিকভাবে সকল কিছু বন্ধ থাকবে। শুধু জরুরি ফার্মেসি খোলা থাকবে। এছাড়া খাদ্য সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ই-কমার্স এসোসিয়েশনসহ অন্যান্য মাধ্যমকে সংযুক্ত করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হবে।