বিশেষ সংবাদদাতা:কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক অদ্য ৩০ জুন ২০২০ খ্রি. তারিখে পুলিশ বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহামুদুল হাসান এবং জনাব তাহমিনা সুলতানা নীলা। এ সময়
শহরের বটতলা মোড়, কাঁচারি বাজার, গাইটাল, সার্কিট হাউজ, নগুয়া বটতলা, নগুয়া বাসস্ট্যান্ড, হারুয়া, গাছবাজার, সতাল, শোলাকিয়া এলাকার চেকপোস্টে অভিযান পরিচালনা করে পৌরসভার অনুমোদনবিহীন অটো, সিএনজি চালকদের শহরে প্রবেশ না করার নির্দেশনা প্রদান করা হয় এবং আইন ও স্বাস্থ্যবিধি না মানা, লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধে ৫জনকে মোট ৫,০০০টাকা জরিমানা করা হয়।
#এছাড়া গৌরাঙ্গ বাজার, বড় বাজার ও রথখোলায় নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা ও মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ৪জনকে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই অভিযান অব্যাহত থাকবে।