বগুড়ার সংবাদদাতাঃ, ৩০ জুন রাত্রী ৯.৩০ এ বগুড়ার মাটিডালিতে পুনঃ রায় মাদক সেবন করার সময়ে ৩ জন আসামীকে গ্রেফতার করেছে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী।
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই নুরে আলম, এটিএসআই সাজ্জাদ সংগীয় ফোর্সের সহায়তায় বগুড়া সদর থানাধীন মাটিডালী লোহার ব্রীজ সংলগ্ন জনৈক মাইদুলের বঁশঝাড় এর নীচে ফাঁকা জায়গায় বসে মাদক সেবনের সময় ৩ জন মাদকসেবিকে হাতেনাতে গ্রেফতার করে। তাদের নামে পুরনো মামলা রয়েছে বলে তিনি উল্লেখ্য করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ০১. ০৭( সাত) মামলার এজাহার নামীয় আসামী, আশরাফ ফেরদৌস সোহাগ চৌধুরী (৪৩), পিতা মোং আব্দুল খালেক চৌধুরী, ঠিকানা- কালিতলা, বগুড়া। ০২. ০৩( তিন) মামলার এজাহার নামীয় আসামী, জামিল উদ্দিন শুভ(৪০), পিতা মৃত খলিলুর রহমান, ঠিকানা- ধাওয়াপাড়া( নাটাইপাড়া) বগুড়া । ০৩. ০১( এক) মামলার এজাহার নামীয় আসামী, লুৎফুল বারী বাবু((৪৫), পিতা মৃত নজির হোসেন। ঠিকানাঃ নাটাইপাড়া, বগুড়া। সকলের থানা ও জেলা বগুড়া।
শফিকুল ইসলাম জানান যে, উক্ত আসামীগনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য ০১/০৭/২০২০ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।