বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে জিরা গুদামজাত করে রাখা ও সাধারন মানের জিরার প্যাকেটে মিথ্যা হিন্দি ভাষায় “তাজমহল গোল্ড” লিখে প্যাকেট করে বিক্রি করার অপরাধে এক মসলা ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷
বগুড়ার কলোনির চকফরিদ এলাকায় হামিদ এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানের গুদামে সাধারন জিরার প্যাকেটে হিন্দি ভাষায় তাজমহল গোল্ড লিখে জিরা প্যাকেট করে বিক্রি করতো বলে জানান, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী। তিনি আরও জানান যে, আব্দুল হামিদ খাঁনের গড়া হামিদ এন্ড সন্স নামের প্রতিষ্ঠানের গুদামঘরে বিপুল পরিমানে জিরা গুদামজাত করে রাখে।
বিভিন্ন মিথ্যা তথ্য প্রদান করা সহ নোংরা পরিবেশ,পন্যের উৎপাদন তারিখ না লেখা এবং ওজন না লেখা এসবসহ বেশ কয়েকটি অপরাধে ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম। এ সময়ে পৌরসভার কর্মকর্তা, সদর থানা পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।