প্রত্যয় নিউজ: ব্রিটিশ রাজনীতিক এবং ১৮১১-১৫ সময় পর্বে ব্রিটিশ জাভা লেফটেন্যান্ট গভর্নর টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস। জন্ম ৬ জুলাই ১৭৮১ সালে আমেরিকার জামাইকা শহরে। বাবা বেঞ্জামিন র্যাফেলস ও মা অ্যানি র্যাফেলস। তিনি বেঙ্গালুরুতে গভর্নর জেনারেল হিসেবে ১৮১৭-২২ কালপর্বে দায়িত্ব পালন করেন। রাজনীতিবিদ অথবা সেনা কর্মকর্তার চেয়েও তার খ্যাতি আধুনিক সিঙ্গাপুর প্রতিষ্ঠার জন্য।
বিশ্ববাসীর কাছে তিনি সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত। এ ছাড়া ব্রিটিশ মালায়া প্রতিষ্ঠার জন্যও তিনি স্মরণীয়। তিনি নেপোলিয়ানিক যুদ্ধের সময় ডাচ ও ফরাসি সামরিক বাহিনীর ইন্দোনেশিয়ান দ্বীপের জয়লাভের সঙ্গে জড়িত ছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণে অবদান রাখেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ট্রেডিং পোস্ট হিসেবে তিনি ১৮১৯ সালে ঔপনিবেশিক সিঙ্গাপুর প্রতিষ্ঠা করেন। ১৮৫৮ সালে কোম্পানির পতনের পর দ্বীপগুলো একটি মুকুট উপনিবেশ হিসেবে ব্রিটিশ রাজের কাছে হস্তান্তর করা হয়।
তিনি একজন অপেশাদার লেখক ছিলেন এবং ১৮১৭ সালে তিনি ‘দ্য হিস্টরি অব জাভা’ নামে একটি বই রচনা করেন। এই ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসক ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ঔপনিবেশিক নীতিমালায় প্রচারে সক্রিয় ছিলেন। প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী হয়ে মুরেতে কাজ করা প্রসঙ্গে একটি লেখায় তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমি ইস্ট ইন্ডিয়া কম্পানির একজন কর্মচারী হয়ে মুরেতে কাজ করছিলাম।’
১৮১১ সালের পরে তিনি জাভায় যান, ডেপুটি গভর্নর হন এবং কর সংস্কারের মতো বিভিন্ন সংস্কারের প্রচার করেন। সুমাত্রার ডেপুটি জেনারেল ম্যানেজার হওয়ার পর যখন জাভা নেদারল্যান্ডসে ফিরে আসে তখন ১৮১৯ সালে সিঙ্গাপুর জিতে নেয় এবং পূর্ব ইউনাইটেড কিংডমে একটি বেইস তৈরি করে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ৫ জুলাই ১৮৬২ সালে তিনি মারা যান।