বগুড়ার সংবাদদাতাঃ পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এর দিক নির্দেশনায় ডিবি পুলিশের ওসি আসলাম আলীর নেতৃত্বে ডিবি পুলিশ বগুড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ১০১০( এক হাজার দশ) পিচ ইয়াবা ও ১০(দশ) বোতল ফেনসিডিল সহ ১১জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
আসামীরা হচ্ছেঃ ১. আব্দুল করিম(৩১), পিতাঃ মোজাম ফকির, ঠিকানাঃ পকুনিপাড়া। ২. মনসুর আলী (৪৩), পিতাঃ মকবুল হোসেন, ঠিকানাঃ কান্তাহার, উভয়ের থানাঃ কাহালু। ৩. আবুল কালাম (৩৮), পিতাঃ বুলু মেম্বার, ৪. আবু তাহের (৪৫), পিতাঃ মৃত কামাল উদ্দিন, ঠিকানাঃ দক্ষিন বিল হামলা, উভয়ের থানাঃ শিবগঞ্জ। ৫. নজরুল ইসলাম, পিতাঃ জাহিদুল হাসান, ঠিকানাঃ সুজাবাদ। ৬. আব্দুল কাদের জিলানি (৩২), পিতাঃ জাহিদুল হাসান, ঠিকানাঃ বেজোরা দক্ষিনপাড়া, উভয়ের থানাঃ শাজাহানপুর। ৭. তারা মিয়া, পিতাঃ মৃত ছকমান শেখ, ঠিকানাঃ ভাংগুরগামছাচর, থানাঃ সারিয়াকান্দি। ৮. খলিল শেখ (২৭), পিতাঃ আব্দুল খালেক, ঠিকানাঃ জহুরুলনগর, থানাঃ সদর। ৯. মোঃ খোকন (৩২), পিতাঃ মৃত আফতাব, ঠিকানাঃ আটাপাড়া, থানাঃ সদর। ১০. ইসমাইল হোসেন টিটু (৩০), পিতাঃ মৃত আব্দুল মতিন শেখ, ঠিকানাঃ সুত্রাপুর ঈদগাহ লেন, থানাঃ সদর এবং ১০ বোতল ফেন্সিডিল সহ মোঃ রাজন (২৬), পিতাঃ আফজাল হোসেন, ঠিকানাঃ সুত্রাপুর কসাইপাড়া, থানাঃ সদর, সকলের জেলাঃ বগুড়া।
ডিবির ওসি আসলাম আলী জানান যে, মাদক মুক্ত বগুড়া না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। তথ্য দিয়ে সহায়তা করুন। এই যুদ্ধে অংশ গ্রহণ করুন।আপনার সহায়তা যুদ্ধে জয় নিশ্চিত করবে। তিনি আরও জানান আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।