বগুড়ার সংবাদদাতাঃ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মামলার ১২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, সেউজগাড়ীর মফেলের পুত্র জিল্লুর, শহরের জহুরুল নগরের মৃত মোস্তার পুত্র মাসুদ রানা, চকলোকমানের রমজানের পুত্র রনি, মহাস্থানের মৃত ওসমানের পুত্র ফিরোজ, নিশিন্দারার মোহনের স্ত্রী খুকী, রাজশাহী ছাতারীর মতিউর রহমানের পুত্র আজিজ মিঠু, জয়পুর পাড়ার ওবায়দুল হকের পুত্র হাসান, মৃত লুৎফরের পুত্র আবু সাইদ, আব্দুল আলমের পুত্র আপেল মাহমুদ, রুবেলের পুত্র রাশেদুল, পালশার আলমের পুত্র আকরাম হোসেন।
সদর থানায় নতুন ওসি হুমায়ুন কবিরের যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান জোরদার হয়েছে। যোগদানের পরেই তিনি সদর এলাকাকে মাদক সন্ত্রাস মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন যে, সদর থানায় কোনও মাদক সন্ত্রাস ও চাদাবাজদের টিকতে দেয়া যাবেনা।