ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দুই ভূয়া চিকিৎসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া গ্রামের ফুরকান আলী পুত্র মাসুদ রানা(৪২) ও মকবুল হোসেনের পুত্র হাসিবুর রহমান (৩৩)।
তারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে ঘুরে সাধারণ মানুষের নানান রোগের চিকিৎসা করতো ও নকল আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করে করতো । রবিবার বিকালে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে নকল ঔষধ বিক্রি সময়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই সাজা প্রদান করে।
ম্যাজিস্ট্রেট সুজন জানান, তারা ভূয়া চিকিৎসক সেজে নকল আয়ুর্বেদিক বিক্রি করে,সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় এই সাজা প্রদান করা হয়েছে।