জামালপুর প্রতিনিধি: ১৩ জুলাই ২০২০ জামালপুরে আরও ১৬ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৬ জন, মেলান্দহ ৪, সরিষাবাড়ী ৪, বকশীগঞ্জ ২জন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত জেলায় সর্বমোট করোনা ভাইরাস সংক্রমণ সংক্রমণ শনাক্ত হয়েছে ৭২৮ জন । এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২৯৩, মেলান্দহ ৮৭, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১২০, সরিষাবাড়ী ৮৫, দেওয়ানগঞ্জ ৩৭, বকশীগঞ্জ ৬৪জন।
সর্বমোট সুস্থ ৪৪১ জন । এর মধ্যে সদর ১৫৩জন, মেলান্দহ ৬৮, মাদারগঞ্জ ২৭, ইসলামপুর ৭৪, সরিষাবাড়ী ৪২, দেওয়ানগঞ্জ ২৯, বকশীগঞ্জ ৪৮জন।
সর্বমোট মৃত্যু ১১ জন চিকিৎসাধীন ৭ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৩ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১জন।
মোট রেফার্ড ৯ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১১৪ টি, মোট নমুনা সংগ্রহ ৭৬৪৭ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৪ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৪ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৯ জন এবং ছাড়পত্র ১৮৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৫৩ জন এবং ছাড়পত্র ২৫২ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।