ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আড়াইশ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় পুলিশ মাদক স¤্রাট রুবেলকে গ্রেফতার করেছে।সোমবার পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে।গ্রেফতারকৃত রুবেল ইসলাম ঘনিমহেষপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ফোর্স রুহিয়া থানার ফরিদপুর গ্রামে মাদক পরিবহনের সময় হাসিবুল ইসমাল কালু (৩৮)কে ধাওয়া করে।এ সময় পুলিশ ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে যার মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা । পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি রানার মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিলের ১৪(গ)/৩৮/৪১।একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক সিদ্দিক জানান,এ ঘটনায় মামলার এজাহার নামীয় আসামী সহ আরো কে কে জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে।তদন্ত সাপেক্ষে সকল আসামীদের আেিনর আওতায় আনা হবে।
রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘনিমহেষপুর গ্রামের রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে হাসিবুল ইসলাম কালু ও রুবেল ইসলাম মাদকের ব্যাবসা করে আসছিল।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।