দৈনিক প্রত্যয় ডেস্কঃ সকাল ৯ টায় যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে এ আসনের ৭৯টি কেন্দ্রে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক ছিল। ভোটকেন্দ্র থেকে ভোটারদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হলেও ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইনে শারীরিক দূরত্ব মানা হচ্ছে না।
এদিকে ব্যালটে তিনটি প্রতীক থাকলেও করোনাকালে বিএনপি নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আর লাঙল প্রতীকের প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
আওয়ামী লীগের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গত ২৮ জানুয়ারি এ আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে ২৯ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। কিন্তু মাত্র এক সপ্তাহ আগে করোনার কারণে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ডিপিআর/ জাহিরুল মিলন