প্রত্যয় নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার সকাল পৌনে ৮ টার দিকে মানিকগঞ্জ পানি বিজ্ঞান শাখার পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির বিপদসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। সকাল ৬ টা পর্যন্ত যমুনা নদীতে ১০ দশমিক ১০ সেন্টিমিটার পানি রয়েছে। অর্থাৎ বিপদসীমার ৭০ সেন্টমিটার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার শিবালয়, দৌলতপুর, হরিরামপুর, সাটুরিয়া এবং ঘিওর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বাড়িঘর এবং ফসলি জমিও তলিয়ে যাচ্ছে।
ডিপিআর/ জাহিরুল মিলন