কিশোরগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার (২৫ জুলাই) কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, আজ শনিবার ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় তাঁর সাথে সহযোগীতায় ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও ভৈরব পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম।
ভৈরব বাজার পৌরসভা রোড ও বঙ্গবন্ধু সরণি এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোস্তফা মেডিকেল হল নামে একটি ফার্মেসী থেকে ভুয়া ডাক্তার এ.কে আজাদকে আটক করা হয়। এই সময় মোস্তফা মেডিকেল হল ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এই অভিযানের সময় বঙ্গবন্ধু সরণি এলাকায় রিয়াজ ফার্মেসী নামে অপর এক ফার্মেসীর মালিককে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫ হাজার টাকা ও ফুলকলি কোম্পানী ভৈরব শাখাকে মেয়াদোত্তীর্ণ দই রাখার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভুয়া ডাক্তারের বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, মোস্তফা মেডিক্যাল হল নামে এক ফার্মেসীতে এ.কে আজাদ নাম এই ভুয়া ডাক্তার অনেক দিন ধরে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত রোগী দেখছিলেন। অতঃপর ঐ ভুয়া ডাক্তারকে, ডাক্তার হওয়ার কাগজপত্র দেখাতে বললে, তিনি কোন রকম কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তিনি ডাক্তার নামটিও লিখতে অক্ষম।