কলকাতা সংবাদদাতা:করোনার শিকার এবার বাঙালি উদ্যোগপতি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্ণধার শঙ্কর সেন প্রয়াত। বয়স হয়েছিল ৬০ বছর। সারা ভারতে সোনা ব্যবসা ও গয়না শিল্পে চূড়ান্ত সফল হয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে বাংলার শিল্প জগতে শোকের ছায়া নেমে এসেছে। দিন দশেক ধরেই শ্বাসকষ্ট এবং জ্বর ছিল তাঁর। এর পরই তঁার করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
এদিকে, বাংলার স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬২ হাজার ৯৬৪ জনে। তবে এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৪৯৩ জন। এদিন করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১০৫ জন। ফলে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪২ হাজার ২২ জন। সুস্থতার হার এই মুহূর্তে ৬৬.৭৪ শতাংশ। রাজ্যে সংক্রমিত অবস্থায় শেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯ জন। এদিন রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২১ জনের। ফলে গোটা রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৩৯ হাজার ২১১।
অন্যদিকে, অভিযুক্তের কাছ থেকে পুলিশ কর্মীর সংক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যে। জানা গিয়েছে, ১৮ জুলাই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে তার পুলিশ হেফাজত হয়। তাকে রাখা হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে। ২২ জুলাই অভিযুক্ত ব্যক্তির জ্বর হয়। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তার পরই তার সংস্পর্শে আসা পুলিশ আধিকারিক ও কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে একজনের পজিটিভ আসে। এর ফলে এখনও পর্যন্ত লালবাজারে মোট করোনা সংক্রমিত পুলিশের সংখ্যা দাঁড়াল ৩৫ জন।