ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ মাদক কারবারির প্রত্যেকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে র্যাবের অভিযানে ওই ২২ জন আটক হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল। এসময় পাঁচ হাজার লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করে। পরে আটককৃত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।