বগুড়ার সংবাদদাতাঃ আজ ২৮ জুলাই ২০২০ ইং তারিখ সকাল ০৮:৪৫ ঘটিকায় র্যাব ৫ এর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে জয়পুরহাট জেলার কালাই থানাধীন নান্দাইল দিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে, ৫৩৮ (পাঁচশত আটত্রিশ)বোতল ফেন্সিডিল, গাঁজা- ০১ (এক) কেজি, পিকআপ-০১ (এক) টি, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ-৭০০/- (সাতশত) টাকা, মোবাইল সেট-০১ (এক) টি, সীম কার্ড-০২ (দুই) টি, ড্রাইভিং লাইসেন্স- ০১ (এক) টি, জাতীয় পরিচয়পত্র -০১ টিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লাল মিয়া (২৮), পিতা-মোঃ আলাল মিয়া, সাং-অন্যয়পুর, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে, র্যাব ৫ এর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ২৮ জুলাই ২০২০ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে, ইয়াবা ট্যাবলেট -৩৫৭ পিস সহ আসামী মোঃ তামিম আহম্মেদ ওরফে তনু (১৯), পিতা- মোঃ ফারুক আহম্মেদ, সাং- ইউসুফপুর কান্দিপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে হাতেনাতে আটক করে।
র্যাব জানায় ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।