প্রত্যয় নিউজ ডেস্কঃ পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে। কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটা সরকারের নেয়া নানা কার্যক্রমের সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা।
টানা ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ, ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ।
বর্তমানে ১ কেজি ওজনের ইলিশের মণ ৩০ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
দুমাস অবরোধের কারণে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় তারা ধার দেনা পরিশোধ করতে পারবেন বলে জানান। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুন খুশি জেলেরা।
জেলেদের একজন বলেন, ‘সমুদ্রে অনেক বড় বড় মাছ পাচ্ছি। ধার দেনা যা আছে সব এখন শোধ করতে পারছি।’
সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়ৎদাররাও।
মহিপুর মৎস্য আড়ৎদার ও মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আব্বাস উদ্দীন বলেন, ‘সাগরে বড় বড় ইলিশ ধরা পড়ছে। আমরা সবাই খুশি।’
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহর মতে, অবরোধের কারণেই ইলিশের সরবরাহ অনেক বেড়েছে।
জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় এক লাখ জেলের মধ্যে নিবন্ধিত ৪৮ হাজার জেলের সবাই ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারি চাল সহায়তা পান।
ডিপিআর/ জাহিরুল মিলন