বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আসলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আজ ৭ আগস্ট শুক্রবার সকাল দশটায় গাবতলী থানা দিন কৈঢক হিন্দুপাড়া গ্রামে পাঁচশত পিচ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা গাবতলী থানার কৈঢক গ্রামের হিন্দুপাড়ার আশুতোষ মহন্তের ছেলে সুমন কুমার মহন্ত ও শিবগঞ্জ থানার মোকামতলা মাস্টারপাড়ার আব্দুল বারীর ছেলে মনির উদ্দিন মন্ডল।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আসলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।