বগুড়ার সংবাদদাতাঃ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে বগুড়া শহরের গওহর প্লাজায় নকল বাল্ব তৈরি ও বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত টি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মাজহারুল ইসলাম চৌধুরী।
একসাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন নুরুল ইসলাম ও ইমরান হোসেন নামের দুজন সহোদর ভাই।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি সাবগ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযানে গিয়ে অবৈধ এই কারখানার সন্ধান পাওয়া যায়। পরে তথ্যের ভিত্তিতে আই আর আর ইলেক্ট্রনিক্স নামে গওহর প্লাজায় অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ওই মার্কেটের চারতলায় প্রতিষ্ঠানে গেলে সেখানে বিএসটিআইয়ের নিবন্ধনহীন বিভিন্ন মোড়কে তাদের বাল্ব দেখা যায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ভবনটির পাঁচ তলায় প্রতিষ্ঠানের কারখানা পান। সেখানে একাধিক কর্মচারিকে এসব বাল্ব তৈরির করতে দেখা যায়।
আদালত সূত্র আরও জানায়, তাদের বিভিন্ন নামে একাধিক মোড়ক রয়েছে। এসব পন্যের মোড়কে মূল্য, মেয়াদসহ কোনো ধরনের তথ্য উল্লেখ নেই।
সরেজমিনে দেখা যায়, মার্কেটের পাঁচ তলায় ছোট দুটি ঘরে কর্মচারিরা কাজ করছেন। তাদের কাছে জানতে চাইলে বলেন, প্রতি পিসের মজুরি এক টাকা চুক্তিতে তারা শুধু বডি সেটিংস করেন । কিন্তু এসব বাল্ব বৈধ না অবৈধ তা কিছুই জানেন না তারা। কারখানায় বিভিন্ন নামে মোড়ক দেখা যায়। এসব পন্যের মোড়কে বাল্ব সম্পর্কে কোনো তথ্য নেই।
পরে এসব বিষয় আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের দুই মালিককে জরিমানা করেন।
নির্বাহী হাকিম মাজহারুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৪৪, ৪৫ ও ৫০ ধারায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাথে তাদের তৈরি পন্য জব্দ করা হয়।