নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুদকের জনসংযোগ কার্যালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২৭ জুলাই পদ্মা ব্যাংকের ২ কোটি ৭১ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।
এই মামলায় সাহেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে দুদক করা আবেদনের ভিত্তিতে ১০ আগস্ট ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামি সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ করা হয়।