কক্সবাজার প্রতিনিধি: সাতকনিয়া থানা পুলিশের অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ও ১টি মিনিট্রাকসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ কেরানির হাট ‘বড়মা, মোটর ওয়ার্কশপ এর সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২০.০০০ পিস ইয়াবাসহ একটি মিনি ট্রাকটিকে আটক করে। এসময় আবদুর রাজ্জাক(২৫) পিতা মৃত নুর মোহাম্মদ সাং- বালুখালী, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ও মোঃ তৌহিদুল ইসলাম (১৯), পিতা- ইয়ার মোহাম্মদ, সাং-চরখিজিরপুর, সিপাহিঘোনা, থানা-বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম দুই জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে এএআই আব্দুল ওয়ারেছের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই বেপারে দায়েরকৃত মামলা নং-২৩ তারিখ- ২৩/০৮/ ২০২০ খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ১০(গ) মোলে গ্রেফতার করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।