প্রত্যয় নিউজ ডেস্কঃ সর্বশেষ মৌসুমে নিজেদের ইতালিয়ান লিগ জিতলেও আর কোনো শিরোপা নিজেদের করে নিতে পারেনি জুভেন্টাস। এদিকে চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে যায় তারা। এমন ব্যর্থতার পর কোচ মাউরিসিও সাররিকে বদলে আন্দ্রে পিরলোকে নতুন দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব নেওয়ার পর নিজের মতো করে দল গুছিয়ে নেওয়ার কথা জানান পিরলো।
আর সেক্ষেত্রে নিজের পরিকল্পনার বাইরে কাউকে ক্লাবে রাখার পরিপন্থি নয় পিরলো। আর সেই ধারাতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, গনজালো হিগুয়েন এবং জার্মান মিডফিল্ডার সামি খেদিরার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস তাদের ছেড়ে দিতে চায় বলে খবর উঠেছে। তবে এদের মধ্যে খেদিরা এবং হিগুয়েনের সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা ইদানীংকালে আসবে বলে দাবি করছে কয়েকটি সংবাদ মাধ্যম।
২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১৪৮ ম্যাচে ৬৬ গোল করেছেন হিগুয়েন। আর খেদিরা ২০১৫ সালে তুরিনের ক্লাবটিতে আসার পর থেকে এখন পর্যন্ত ১২১ ম্যাচে মাঠে নেমেছেন।
ডিপিআর/ জাহিরুল মিলন