প্রত্যয় নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১ হাজার ১শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-২।
মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।বুধবার র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারি হলো কাজী আসলাম হোসেন (৩২), ইসমাইল হোসেন ওরফে বিপ্লব (৪০), জসিম (৩২), কাওসার হোসেন(২৮), ইকবাল (৩৮)।
বুধবার র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রায়ের বাজার সাদেক নগর পানির পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এসময় ১ হাজার ১শ ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিপিআর/ জাহিরুল মিলন