বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাগলে ধানের বীজ খাওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জাকির হোসেন জমাদ্দার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার পূর্ব ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ধানসাগর ইউনিয়নের সদস্য মো. আলতাফ হোসেন ও নিহত কৃষকের স্ত্রী শিউলি বেগম জানান, পূর্ব ধানসাগর গ্রামের ছোমেদ জোমাদ্দারের ছেলে হুমায়ুন জমাদ্দারের একটি ছাগলের ছানা প্রতিবেশী মন্টু জমাদ্দারের ধানের বীজ খায়। এতে মন্টু জমাদ্দার ছাগলের গায়ে কাদামাটি মেখে দেয়। কাদা মাখার বিষয়ে জানতে চাইলে মন্টু তার ভাই সেন্টু জমাদ্দার ও সেলিম জমাদ্দার হুমায়ুনকে মারধর করে। ভাইয়ের মারধরের খবর পেয়ে ছুটে যায় জাকির জমাদ্দার।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের খবর পেয়ে পার্শ্ববর্তী মোরেলগঞ্জের নিশানবাড়িয়া গ্রাম থেকে মন্টু জমাদ্দারের শ্যালক সোহেল ও মিলনসহ ৭-৮ জন ব্যক্তি গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাকিরের মাথায় ও বুকে টর্চ লাইট এবং ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাকে রাত পৌনে ৮টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।