প্রত্যয় নিউজ ডেস্কঃ রাতে শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুট বন্ধ থাকারসহ নদীতে পানি কমে আসায় কম গতিতে চলছে ফেরি, আর সংখ্যা কমে আসায় গত কয়েকদিনের মতো দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে উভয় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
আজ সোমবারও (৩১ আগস্ট) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ঘাট এলাকায় দীর্ঘ সারিতে পারের অপেক্ষায় রয়েছে যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটের আশঙ্কায় নদীতে দুইটি ড্রেজার দিয়ে চ্যানেলের গভীরতা রক্ষায় বালু অপসারণ করা হচ্ছে। এতে ফেরির গতি ও লোড সংখ্যা কমে আসাসহ শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুট রাতে বন্ধ থাকায় ঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে উভয় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
তবে পরিবহন, এ্যাম্বুলেস, ছোট যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকে থেকে পণ্য নিয়ে বিপাকে পড়েছে পণ্যবাহী ট্রাকের শ্রমিক ও ব্যবসায়ীরা।
ডিপিআর/ জাহিরুল মিলন