ষ্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইলে অরুণোদয় পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়।
স্থানীয় তরুণ উদ্যোগক্তা ও পুলিশের এসআই পদে কর্মরত রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে। প্রতিষ্ঠালগ্ন থেকে পাঠাগারটির সভাপতি হিসেবে আছেন রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক হিসেবে আছেন এনামুল হক সুমন।
করোনাকালীন বিধি নিষেধের কারণে আজ( ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ) সল্প পরিসরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়।
প্রতিষ্ঠানের সহসভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে ফারুকুজ্জামান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সাংবাদিক নান্দাইল প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হানিফ সরকার।
কর্মক্ষেত্রে অবস্থান করায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সভাপতি রফিকুল ইসলাম জানান,কালিয়াপাড়া বাজারে তাদের একটি নির্দিষ্ট যায়গা প্রয়োজন যেখানে নিজস্ব স্থাপনা নির্মাণ করে,,প্রতিষ্ঠানটি বড় পরিসরে চালু করতে পারে। । এছাড়া বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও সংযোগ পাচ্ছেনা বলে জানান তিনি।
বিষয় গুলো সম্পর্কে নান্দাইল উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ অফিসকে জানানো হবে বলে জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার আলো স্টুডেন্ট’স এইড ফাউন্ডেশনের সভাপতি সাদমান অপুর্ব শাকিল,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হাসান, সদস্য জিসান।
পাঠাগার সদস্য জাহিদ, শাহআলম, সৈয়দ আমিনুল ইসলাম, শাকিব আল হাসান, মোস্তাকিম।
রিপোর্ট : মো:আবু হানিফ সরকার।