নিজস্ব প্রতিবেদক: সেবা প্রকাশনীর স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০ ও ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে মালিকানা স্বত্ব শেখ আবদুল হাকিমকে দিয়ে কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। কপিরাইট অফিসের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেনের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত একইসঙ্গে ‘এখতিয়ার বহির্ভূত হওয়ায়’ কপিরাইট অফিসের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। সংস্কৃতি সচিব, কপিরাইট অফিস, রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং কপিরাইট বোর্ডকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী হামিদুল মিসবাহ পরে সাংবাদিকদের বলেন, ‘কপিরাইট লঙ্ঘনের কোনো আবেদন শোনার এখতিয়ার কপিরাইট অফিসের নাই। কপিরাইট লঙ্ঘনের অভিযোগের আবেদন শুনবেন জেলা জজ অথবা দায়রা জজ।’
কপিরাইট অফিস গত ১৪ জুন এক সিদ্ধান্তে জানায়, ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০ এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমই ওই বইগুলোর স্বত্বাধিকারী। অধিকাংশ বইয়ের মালিকানা হারালেও ‘মাসুদ রানা’ সিরিজের স্রষ্টা হিসেবে চরিত্রটি কাজী আনোয়ার হোসেনের মালিকানায় থাকছে বলে কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী সে সময় জানান।
আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, যেহেতু কপিরাইট অফিস এখতয়িার বহির্ভূতভাবে এ রায় দিয়েছে, সেটি চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়েছিল। শুনানি শেষে হাইকোর্ট এক মাসের জন্য ওই রায় স্থগিত করে রুল জারি করেছেন।
হাইকোর্টের এ আদেশের ফলে ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বই এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের প্রকাশনা ও মালিকানা স্বত্ব আপাতত সেবা প্রকাশনীরই থাকছে বলে জানান আইনজীবী মিসবাহ।