প্রত্যয় ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ কমানোর উদ্দেশ্যে লকডাউন চালু করার বিরোধিতা করেছেন এক হাজারের বেশি বিক্ষোভকারী। এ ঘটনার জেরে অন্তত ৩২ জনকে আটক করেছে লন্ডন পুলিশ।
ইংল্যান্ডজুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিধিনিষেধ আরোপের ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস জনসন মতামত জানানোর পর গতকালই ক্ষুব্ধ হয়ে পড়ে জনতা। ব্যানার হাতে বিক্ষোভকারীরা জানান, কভিড একটি গুজব। আমার শরীর, আমার পছন্দ : মাস্ক বাধ্যতামূলক করা যাবে না।
পুলিশ বলছে, বিক্ষোভকারীদের ট্রাফালগার স্কয়ার ছেড়ে যেতে বলা হয়। কারণ তাদের কারণে অন্যরা ঝুঁকির মধ্যে পড়ার শঙ্কা ছিল।
এদিকে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য ইংল্যান্ডে ছয় জনের বেশি জমায়েত হওয়া নিষেধ। এমনকি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেল্ফ আইসোলেশন না মানলে ১০ হাজার পাউন্ডের বেশি জরিমানার বিধান রাখা হয়েছে।