ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পার্থ চন্দ্র দেব নামে এক যুবক বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেফটিপিন চেইন তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন। তিনি উপজেলার ফান্দাউক সাহা পাড়ার প্রয়াত জগদীশ চন্দ্র দেবের কনিষ্ঠ ছেলে।
পার্থ জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে তার নাম গিনেস বুকে চূড়ান্ত হয়। তিনি গুগলে সার্চ করে জানতে পারেন ২০১৮ সালে ভারতের গুজরাটে হার্শা নান ও নাভা নান ১৭৩৩.১ মিটার দৈর্ঘ্যরে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চেইন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেন। এই রেকর্ড অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ডের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন পার্থ দেব। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের ১ লাখ ৮৭ হাজার ৮২৩টি সেফটিপিন একের পর এক গেঁথে আগের দীর্ঘতম চেইনটির চেয়ে ৬৭০ মিটার বড় চেইন তৈরি করে ফেলেন।
চেইন তৈরি করতে ৪৫ দিন ব্যয় হয়েছে। সময় লেগেছে ২৪১ ঘণ্টা ৪২ মিনিট। সময়ের হিসাব করার জন্য সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করা হয়েছে। কারও সাহায্য ছাড়াই ২৪০১.৮৩ মিটার দীর্ঘ চেইন তৈরির পুরো কাজ সম্পন্ন করার পর ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর তার প্রায় আড়াই মাইল দীর্ঘ সেফটিপিন দ্বারা তৈরি চেইনটি ফান্দাউক শ্রী শ্রী পাগল শঙ্কর মন্দির প্রাঙ্গণে প্রদর্শন করেন। সে সময় ফান্দাউক গ্রামের প্রভাষক রাজীব আচার্য্য, পল্লব হালদার এবং সার্ভেয়ার মারজান শাহেককে সঙ্গে নিয়ে চেইনটির দৈর্ঘ্যরে পরিমাণ নির্ধারণ করা হয়।
পরে সফলভাবে সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ই-মেইল মারফত সব ডাটা প্রেরণ করেন গিনেস কর্তৃপক্ষের নিকট। কর্তৃপক্ষের পাঠানো বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট ১৭ সেপ্টেম্বর তারিখ লন্ডন থেকে রয়েল মেইলের মাধ্যমে পার্থ চন্দ্র দেবের ঠিকানায় পৌঁছে।
পার্থ জানান, এ ব্যাপারে তার মা স্বপ্না রানী দেব, বড়ভাই জয়ন্ত দেব ও বৌদি হেপি রানী দেব প্রেরণা জুগিয়েছেন। বিশ্ব রেকর্ড করা পার্থ আরও জানান, স্টেপলার পিন দ্বারা আরও দীর্ঘ চেইন তৈরির কাজে হাত দিয়েছেন।