প্রত্যয় ডেস্ক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালীর সভাপতিত্বে জেলা প্রাণী সম্পদ বিভাগের জেলা কর্মকর্তা মোঃ ছাহেব আলী বিশেষ অতিথি ছিলেন।
আগামী ২০৩০ সালে মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূল করার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই আলোকে সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান মূল প্রতিপাদ্য বিষয়ের উপর মাল্টিমিডিয়াতে উপস্থাপনা করেন। অন্যদের মধ্যে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান, জেলা সেনিটারী ইন্সেপেক্টর আঃ রব ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাণি সম্পদ বিভাগ, নার্স , ডাক্তারসহ ৫০জন অংশগ্রহণ করেন।
রিপোর্টঃ বাধন রায়