ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার উপর হামলা চালিয়েছে বহিরাগতরা। ঋণের টাকা ফেরত না দেওয়ার অযুহাতে তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরির সামনে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
কর্মকর্তার উপর এ হামলার পেছনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বিরোধী কর্মকর্তাদের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ইন্ধোন দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা সেলিম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা উকিল উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা আজিজ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম আরিফ এবং হিসাব শাখার রেজাউল করিম।
জানা যায়, ক্যাম্পাসে নতুন ভিসি আসার পর থেকে আতঙ্কে রয়েছেন সাবেক উপাচার্যপন্থী শিক্ষকরা। বুধবার সাবেক উপাচার্য বিরোধী কর্মকর্তা-কর্মচারীরা আজ ক্যাম্পাসে আসেন। এসময় তারা ক্যাম্পাসে শোডাউন করে। একইসাথে তারা ক্যাম্পাসে মিষ্টি বিতরণও করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে বেলা সাড়ে ১২টার দিকে সাবেক উপাচার্যের প্রোটোকোল অফিসার খবিরুল ইসলামকে মারধর করে বহিরাগতরা।
ভূক্তভোগী খবিরুল জানান, রেজিস্ট্রার স্যার আমাকে কাজের জন্য অফিসে আসতে বলেন। আমি মমতাজ ভবনের সামনে আসলে উকিল উদ্দিন, সেলিম হোসেন, আরিফুল ইসলাম, আজিজ, ও রেজাউল করিমের ইশারায় বহিরাগত আবু সাইদ তাকে মারধর করে। এসময় সাঈদ আামার বোন জামাইয়ের কাছে পাঁচ লক্ষ টাকা পান বলে দাবী করেন। জানা যায়, খবিরুল স্টেট অফিস পরিচালক সাইফুল ইসলামের ভগ্নিপতি।
এঘটনার কিছু আগে ফরেন সেলের ডে লেবার মুনজুরুল ইসলামকে বিজ্ঞান ভবন থেকে বের হলে আবু সাইদ ও তার সহযোগী তাকেও মারধর করে। এ ঘটনায় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন খাবিরুল ও মনজুরুল ইসলাম। অভিযোগ পত্রে আবু সাইদসহ কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন। এসব কর্মকর্তাগণ মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন। এছাড়া আরো অনেকে ছিলেন বলে উল্ল্যেখ করা হয়েছে। তারা নিরাপত্তহীনতার কথা উল্ল্যেখ করেছেন।
এদিকে ২টার দিকে অভিযুক্তরা আরেক কর্মকর্তা রাশিদুজ্জামানকে হুমকি দিয়েছেন বলে প্রক্টর বরাবর মৌখিক অভিযোগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘এটি খুবিই দুঃখজনক ঘটনা। আমি অভিযোগ পত্র পেয়েছি। প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আসলে এ বিষয়ে ব্যাবস্থা গওহণ করবেন।’