প্রত্যয় ডেস্ক: সুপরিচিত অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার কোম্পানির কর্ণধার জন ম্যাকঅ্যাফিকে স্পেনে গ্রেফতার করা হয়েছে। তিনি কর ফাঁকির এক মামলায় অভিযুক্ত হয়েছেন এবং তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হতে পারে। কৌঁসুলিরা বলছেন, তিনি চার বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা দেননি। তিনি এর মধ্যেই পরামর্শদাতা হিসেবে কাজ করে, বক্তৃতা দিয়ে, ক্রিপটোকারেন্সির ব্যবসা করে এবং তার জীবনী প্রকাশের কপিরাইট বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছেন। তবে এসব আয়ের সাথে অবশ্য তার নিজের নামে তৈরি ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ম্যাকঅ্যাফি তার নিজের আয় তার মনোনীত বিভিন্ন লোকজনের অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত তিনি কর ফাঁকি দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে অন্যদের নামে থাকা প্রমোদতরী ও বাড়ি-জমির মতো সম্পদ গোপন করার অভিযোগ রয়েছে। জন ম্যাকঅ্যাফি এসব অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
প্রযুক্তির জগতে ম্যাকঅ্যাফি একজন বিতর্কিত ব্যক্তি। তিনি সবার নজর কাড়েন ১৯৮০র দশকে। সে সময় তিনি ম্যাকঅ্যাফি ভাইরাসস্ক্যান নামে প্রথম বাণিজ্যিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারে আনেন। এটা তারপর শত শত কোটি ডলারের এক শিল্পে পরিণত হয়। ম্যাকঅ্যাফি অবশ্য পরে সেই ব্যবসা ইনটেল কোম্পানির কাছে বিক্রি করে দেন। তবে তিনি এখনো তার নিজের উদ্যোগে বিভিন্ন সাইবার-সিকিউরিটি পণ্য তৈরি করছেন। তিনি নিজে বহুবার ট্যাক্স দেয়ার ব্যাপারে তার বিরাগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন ট্যাক্স জিনিসটাই অবৈধ।
ম্যাকঅ্যাফির নানা বিচিত্র কর্মকান্ড নিয়ে বিভিন্ন সময় খবর হয়েছে। মধ্য আমেরিকার দেশ বেলিজে ২০১২ সালে তার প্রতিবেশীকে গুলিবিদ্ধ এবং মৃত অবস্থায় পাওয়ার পর তিনি ছদ্মবেশ ধরে পালিয়ে গিয়েছিলেন। যদিও পরবর্তীতে বিবিসিকে তিনি বলেছিলেন ওই মৃত্যুর সাথে তার কোন সম্পর্ক নেই। তবে পুলিশ এখনো তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। ডোমিনিকান রিপাবলিকে তাকে একবার কিছু সময়ের জন্য গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে দেশটিতে অস্ত্র নিয়ে আসার অভিযোগ আনা হয়েছিল।
২০১৬ ও ২০২০ সালে ম্যাকঅ্যাফি লিবার্টারিয়ান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।কেউ কেউ মনে করেন তিনি একজন বিকারগ্রস্ত, উন্মাদ মানসিকতার লোক। এক সাংবাদিক-যিনি বহুবার তার সাক্ষাতকার নিয়েছেন তার বর্ণনায় ম্যাকঅ্যাফি মিথ্যা বলেন, প্রতারণা করেন এবং পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে ওস্তাদ।