প্রত্যয় বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী ঈপ্সিতা শবনম শ্রাবন্তী দীর্ঘদিন ধরে আমেরিকায় বাস করেন। গুরুতর অসুস্থ হয়ে তাঁর মা বগুড়ার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি। খবর শুনে ৯ অক্টোবর দেশে ফিরেছেন ‘রং নাম্বার’ অভিনেত্রী। ঢাকার বিমানবন্দরে নেমে সরাসরি চলে যান হাসপাতালে। মাকে দেখতে গত ৯ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন এই অভিনেত্রী। এসেই ছুটে যান বগুড়ায় গ্রামের বাড়িতে। তাঁর মা সেখানেই থাকেন।
শ্রাবন্তী বলেন, মা অনেক আগে থেকেই ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। এখন শরীরটা অনেক খারাপ। মায়ের অসুখ। শুনে দূরে থাকা যায় না। ছুটে আসতে হলো। মায়ের পাশে আছি, তাঁর সেবা করতে পারছি, খুব ভালো লাগছে। তিনি জানান, গতকাল সকালে বগুড়ার বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁর মাকে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।
সবার কাছে ৬৮ বছর বয়সী মায়ের জন্য দোয়া চেয়ে শ্রাবন্তী বলেন, মায়ের জন্য দোয়া চাই সবার কাছে। আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেন।
প্রসংগত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ঈপ্সিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শকহৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে।