প্রত্যয় ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব । এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ এবং আমেরিকার দেশগুলো। তবে সম্প্রতি এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে আবারো বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা।এরই ধারাবহিকতায় ইউরোপের দেশ স্পেনে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুও সংখ্যা।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, স্পেনে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৬৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৯ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। গত একদিনে স্পেনে নতুন করে আরও ২২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ১২ হাজার ১৬৯ জনের মৃত্যু হলো।
স্পেনে করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় আবারও লক ডাউন ঘোষণা করার কথা ভাবছে দেশটির সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলার পরামর্শ দেওয়া হয়েছে।