1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

৫ গোলের জয়ে যাত্রা শুরু বার্সেলোনার

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২০৫ Time View

প্রত্যয় নিউজডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত আসরে নিজেদের শেষ ম্যাচের ফলাফলটা এখনও হয়তো দুঃস্বপ্নে হানা দেয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি, মার্ক টের স্টেগানরা।

এর সঙ্গে আবার যোগ করুন স্প্যানিশ লা লিগায় শেষ দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগে নামার আগে খুব একটা ভালো অবস্থানে ছিলো না বার্সেলোনা। অন্যদিকে শেষ তিন ম্যাচে গোল না পাওয়ায় অধিনায়ক লিওনেল মেসির ওপরও চলে আসছিল অদৃশ্য এক চাপ।

এই সবকিছু দূরে সরাতে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমটিকেই বেছে নিয়েছেন মেসি ও তার দল বার্সেলোনা। ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির দল ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচে এক গোলের পাশাপাশি একটি এসিস্টও করেছেন মেসি।

মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটির প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করেছে বার্সেলোনা। গোল উৎসবের শুরুটা হয় ২৭ মিনিটে মেসির মাধ্যমে আর শেষ হয় ৮৯ মিনিটে ওসুমানে দেম্বেলের গোলের মধ্য দিয়ে। মাঝের গোল তিনটি করেছেন আনসু ফাতি, ফিলিপ কৌতিনহো এবং পেদ্রি। ফেরেন্সভারোসের পক্ষে একটি গোল শোধ দিয়েছেন ইহোর খারাতিন।

দীর্ঘ আড়াই দশক পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে খেলতে নেমে ম্যাচের প্রথম উৎসবের উপলক্ষ প্রায় পেয়েই গেছিল ফেরেন্সভারোস। মাত্র ১০ মিনিটের মাথায় বল জালে প্রবেশ করান দলের ফরোয়ার্ড টকমাক এনগুয়েন। কিন্তু মাঝমাঠেই ধরা পড়েন অফসাইডের ফাঁদে। ফলে বাতিল করা হয় সেই গোল।

নিজেরা তো প্রথম গোল করতে পারেনিই, উল্টো ম্যাচের ২৭ মিনিটের সময় বার্সেলোনাকে গোলের সহজ সুযোগ উপহার দেয় তারা। ডি-বক্সের মধ্যে লিওনেল মেসিকে ফাউল করেন আদনান কোভাসেভিচ। সরাসরি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন বার্সা অধিনায়ক।

এরই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৬ মৌসুমে ও দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সবমিলিয়ে ১৬ মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়েন মেসি। এছাড়া চ্যাম্পিয়নস লিগে এটি ছিলো তার ১১৬তম গোল। সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রথমার্ধের শেষদিকে আরেকটি গোল পায় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায় আক্রমণে এগিয়ে যান তরুণ তারকা আনসু ফাতি। সতীর্থের কাছ থেকে ফিরতি বল পেয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ১৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। এ গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছর হওয়ার আগে দুই গোল করার রেকর্ড গড়লেন ফাতি।

দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র সাত মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহো। এই গোলের উৎসও বলা যায় মেসি। ডি-বক্সের মধ্যে ঢুকে বুদ্ধিদীপ্ত পাসে ফাতিকে বল এগিয়ে দেন মেসি। পরে ফাতি আবার সময় নষ্ট না করে সামনে বাড়িয়ে দেন কৌতিনহোর উদ্দেশ্যে। আলতো ছোঁয়ায় সেটি জালে জড়ান কৌতিনহো।

এরপর এক গোল হজম করতে হয় বার্সাকে। ম্যাচের ৬৮ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ স্ট্রাইকার এনগুয়েনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জেরার্ড পিকে। যার ফলে জুভেন্টাসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি। এই ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকে একটি গোল শোধ করে ফেরেন্সভারোস।

তবে এরপর আবার জোড়া গোল হজম করে অতিথিরা। ৮২ মিনিটের সময় ওসুমানে দেম্বেলের এসিস্টে পেদ্রি এবং ৮৯ মিনিটের সময় মেসির এসিস্টে ওসুমানে দেম্বেলে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ঘরের মাঠে সবশেষ ৩৭ ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা।

গ্রুপ ‘জি’তে দিনের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে শুরুটা ভালো করতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতার জোড়া গোলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..