প্রত্যয় নিউজ ডেস্ক: বলিউড আবারও উত্তাল শ্লীলতাহানির ঘটনায়। এক শুটিং ইউনিটের নারী কর্মীকে যৌন হেনস্তার অভিযোগ গ্রেফতার করা হয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা বিজয় রাজকে। মহারাষ্ট্রের গোন্ডিয়া থানার রামনগরের পুলিশ গ্রেফতার করেছে বিজয় রাজকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরই জানাচ্ছে।
গোন্ডিয়ার অতিরক্তি পুলিশ সুপার অতুল কুলকার্ণির বরাতে সেসব খবরে বলা হয়, বিজয় রাজের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে গোন্ডিয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
মধ্যপ্রদেশে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ নামে একটি ছবির শুটিং করছিলেন বিজয় রাজ। এ শুটিংয়ের জন্য গত ১৫ দিন ধরে মহারাষ্ট্রের গোন্ডিয়ার একটি হোটেলে ছিলেন বিজয় রাজ। সেখানে তিনি এক মহিলা ক্রিউ মেম্বারকে শ্লীলতাহানি করেন।
ওই ঘটনার পর ওই মহিলা গোন্ডিয়ার রামনগর থানায় অভিযোগ দায়ের করেন বিজয় রাজের বিরুদ্ধে। তিনি দাবি করেন, বিজয় তাকে মধ্যপ্রদেশ ও গোন্ডিয়া, দুটি শুটিং সেটেই শ্লীলতাহানি করেছে। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-র এ এবং ডি ধারায় দায়ের করা হয় অভিযোগ।
তার প্রেক্ষিতেই অভিযান চালিয়ে বিজয়কে গোন্ডিয়ার হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় একটি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যান বিজয় রাজ।