মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে চাঁদা বাজদের হুমকিতে সংখ্যালঘু ঔষুধ ব্যবসায়ী বাড়ি ছাড়া নিরাপত্তা চেয়ে থানায় জিডি।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার দেউলী ইউনিয়নের শ্রী দেবল কান্তি সরকার এর ছেলে শ্রী পঙ্কজ দেউলী এলাকাসহ বিভিন্ন বন্দরের ফার্মেসীতে সুনামের সহিত ঔষুধ সরবরাহ করে আসছে। একই এলাকার লক্ষীকোলা মুন্সিপাড়া বর্তমান ঠিকানা শংকরপুর এলাকার মৃত: মজিদ আকন্দ এর ছেলে রেজাউল করিম সহ তার সহযোগিরা ওই সংখ্যালঘুর নিকট থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু পঙ্কজ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায়। এর প্রেক্ষিতে রেজাউল ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি সাধনে লিপ্ত থাকে।
একপর্যায়ে গত ৭ নভেম্বর সন্ধ্যায় বাংলাবাজার দাসপাড়া এলাকায় তাকে একা পেয়ে রেজাউল, শরিফুল সহ তার সহযোগিরা ওই সংখ্যালঘুর মটর সাইকেল এর গতি রোধ করে দাড়ায় । এসময় পুনরায় চাঁদা টাকা দাবী করে। কিন্তু সে দিতে অস্বীকৃতি জানালে তার শার্টের কলার ধরে মটর সাইকেল থেকে নামিয়ে নিয়ে বাঁশ ঝাড়ে নিয়ে যায় । এসময় চাঁদাবাজরা মারপিট সহ খুন জখম করবে এমনকি তাকে বাড়ি ছাড়া করবে মর্মে ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে। পঙ্কজ কোন দিশকুল না পেয়ে অবশেষে গতকাল তার জীবনের নিরাপত্তা চেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরী করে।
এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজাউদ দৌলা বলেন, এ সংক্রান্তে সাধারণ ডায়েরী নেওয়া হয়েছে । বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।